শিরোনাম

ফোল্ডেবেলের পর এবার আসছে রোলেবল স্মার্টফোন

স্মার্টফোনের বাজারে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফোল্ডেবল ফোন। এই ফোনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার আসছে রোলেবল (গুটিয়ে নেওয়া যায় এমন) ফোন। চীনের কোম্পানি টিসিএল বিশ্বের প্রথম রোলেবল স্মার্টফোন বাজারে আনতে চলেছে।

এই ফোন গুটিয়ে ছোট করে নেওয়া যাবে। পরে প্রয়োজন হলে ফের তা বড় করা যাবে। সম্প্রতি এক ভিডিওতে টিসিএলের এই রোলেবল ফোনের ঝলক দেখা গিয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে এই ফোনের বিশেষত্ব।

চলতি বছরের শুরুতেই রোলেবল স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছিল টিসিএল। সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে যে, এই ফোনের স্ক্রিন সাইজ ৪.৫ ইঞ্চি। কিন্তু তা টেনে ৬.৭ ইঞ্চি করা যায়। রোল হলেও তা মোটা দেখাবে না।

টিসিএল দাবি করেছে যে, এই ফোন দুই লক্ষ বারের বেশি রোল করা যেতে পারে। এই ফোনে দেওয়া হয়েছে ওলেড ডিসপ্লে। খুব শিগগিরই এটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র- (ঢাকাটাইমস/২৯অক্টোবর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*