শিরোনাম

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জানুয়ারি – জুন/২০২৩ সেশনের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়

শহর পতিনিধি- ১৪ই জুলাই শুক্রবার ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬ মাস মেয়াদি বেসিক ট্রেড কোর্সের জানুয়ারি – জুন/২৩ সেশনের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা ও চট্রগ্রামের একটি সহ মোট ২০টি প্রতিষ্ঠানের মোট ৭৬৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠান সমূহ (১)কমপেক্ট ইন্সটিটিউট-৬৯০৩৫.(২) মুন সাবার জোন অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট-৬৯০৩২,(৩) টুইন সফট ট্রেনিং ইন্সটিটিউট-৬৯০৭৪,(৪)সৈকত এন্ড তুসমি কম্পিউটার একাডেমি -৬৯০৫৩,(৫) দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-৬৯০৪৯,(৬) আজমীর ইন্জিনিয়ারিং টেনিং ইন্সটিটিউট-৬৯০৬৭,(৭) জাপানী টেকনিক্যাল ইন্সটিটিউট-৬৯০৫৪,(৮) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র-৬৯০৫০,(৯) সততা কম্পিউটা প্রশিক্ষণ কেন্দ্র-৬৯০৪৭,(১০) ইন্সটিটিউট অব কম্পিউটার টেকনোলজি এন্ট আইটি-৬৯০৫৭,(১১) শুভপুর আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার-৬৯০৭৩,(১২) মেশকাত কম্পিউটার ইন্সটিটিউট অ্যান্ড টেকনোলজি-৬৯০৫২,(১৩) ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-৬৯০১৪,(১৪) গ্রামীনফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টার-৬৯০৩১,(১৫) আইটি সেন্টার(আইসিটি)-৭০১৬০,(১৬)আইডিয়াল কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট-৬৯০২২,(১৭) আইটি সলিউশন-৬৯০৪৪,(১৮) জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প-৬৯০৪৫,(১৯) প্রত্যাশা কম্পিউটার ইন্সটিটিউট এন্ড টেকনোলজি-৬৯০৫৬,(২০)ডিজিটাল ড্রিম স্কুল অব কম্পিউটার-৬৯০৩৪ প্রতিষ্ঠানগুলো অতি দক্ষতার সাথে প্রশিক্ষন দিয়ে আসছে।

”শিক্ষা নিয়ে গড়ব শেখ হাসিনার বাংলাদেশ”

বিটিইবি ব্যাসিক ট্রেড কোর্স এসোসিয়েশন ফেনী জেলার সভাপতি-লিয়াকত আলী আরমান ও নির্বাহী সচিব  এস.এম ইব্রাহীম সুমন সহ সকল সদস্য আপনাদের সকলের নিকট আমাদের প্রশিক্ষণার্থীদের জন্য দোয়া কামনা করছি।
এ সময়ের শ্রেষ্ঠ দীক্ষা
কারিগরি ও প্রযুক্তি শিক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*