শিরোনাম

৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না

সড়ক দুর্ঘটনা রোধে চালকরা দূরপাল্লার যানবাহন পাঁচ ঘণ্টার বেশি চালাতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তদারকি করতে স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও নৌমন্ত্রীকে নির্দেশ দেন তিনি। সোমবার (২৫ জুন) মন্ত্রিসভার বৈঠক চলাকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ঈদুল ফিতরের পর সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক লোক নিহতের ঘটনার পর এ নির্দেশনা দিলেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, দূর-পাল্লার চালকরা টানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। এছাড়া মহাসড়কে একটি নির্দিষ্ট দূরত্ব পর পর বিশ্রামাগার তৈরি করতে হবে। জেব্রা ক্রসিং ব্যবহারের নির্দেশনা এবং যাত্রী ও চালকদের বেল্ট পরার নির্দেশও দিয়েছেন তিনি।

এই বিষয়গুলো নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও নৌমন্ত্রীকে তদারকির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্র-সময়,২৫-০৬-২০১৮, ১২:৫৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*