ফেনী প্রতিনিধি- ফেনী জেলা ইয়ুথ ফোরাম গঠিত ২৫-০২-২০২৫ ইং স্থান-হোটেল রেডিক্স হল রুমে ফেনীর স্থানীয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালা আয়োজন করেন-Centre for Development Innovation and Practice (CDIP) & Concerned Women for Family Development,(CWFD) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব উন্নয়ন উপ পরিচালক সাইফ উদ্দিন মোহাম্মদ হাসান আলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব উন্নয়ন সহকারি উপ-পরিচালক মো সাইফ উদ্দিন আহমেদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন আহমেদ-প্রোগ্রাম অফিসার (সি ডব্লিয় ডি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর আলম সিদ্দিকী-ফিল্ড ম্যানেজার ( সি ডব্লিউ এফ ডি)
সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ এ জি এম (পি ডি এফ)
এতে ফেনী জেলার স্বেচ্ছাসেবী যুব সংগঠন ২৪ টি অংশগ্রহণ করে।(১)সোসাইটি অব রেনেসা বাংলাদেশ এর প্রতিনিধি-(২)বসতি সমাজ ও পরিবেশ উন্নয়ন সংস্থা,এর প্রতিনিধি-(৩)সবুজ বাংলাএর প্রতিনিধি-(৪)স্বপ্ন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক-লিয়াকত হোসেন মজুমদার,(৫)বাগাইয়া গ্লোডেন ক্লাব এরনির্বাহী পরিচালক সাইফুল ইসলাম,(৬)স্বপ্ন গেরা নারী উন্নয়ন সংস্থার লাকি আক্তার শোভা,(৭)ফেয়ার এর আব্দুর রহিম,(৮)আলাপন মোঃ আমিনুল ইসলাম শাহীন,(৯)আরবান ইয়ুথ সোসাইটি-নির্বাহী পরিচালক লিয়াকত আলী আরমান,(১০)নাজমুল হক শামীম-ফেনী থিয়েটার,(১১) যুই সোসাইটি নির্বাহী পরিচালক-মোসারফ হোসেন,(১২)সাহাপুর দুস্থ মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক-ফরিদা ইয়াছমিন,(১৩) সবুজ বাংলা নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি,(১৪)পিপলস্ লাইফ আফলিফ্টমেন্ট সোসাইটি (প্লাস) প্রতিনিধি,(১৫)আরবান নারী উন্নয়ন সংস্থা-অর্থ পরিচালক ,জমিলা বেগম(১৬)কর্মজীবি নারী উন্নয়ন সংস্থা-নির্বাহী পরিচালক জয়নাব বানু (১৭)ক্যামেলিয়া জাগোনারী উন্নয়ন সংস্থা-নির্বাহী পরিচালক মেহেরাজ আরা ক্যামেলিয়া,(১৮)পূর্ব ছাগলনাইয়া যুব কল্যাণ সোসাইটিনির্বাহী পরিচালক-ফারহান ঊদ্দিন তানভির,(১৯)মটুয়া যুব ও সমাজ কল্যাণ সংস্থার হুমায়ন কবির,(২০)বীর মুক্তিযোদ্ধা আর্মি আবু তাহের যুব কল্যাণ ফাউন্ডেশন এনামুল হক,(২১)হাজি সালেহ আহাম্মদ যুব ও মানব কল্যাণ সংস্থার আব্দুল্লাহ আল মামুন,(২২)সততা যুব ও নারী উন্নয়ন সংস্থার-নুসরাত মাজেদা নিশি,(২৩)জসিম উদ্দিন যুব কল্যাণ ফাউন্ডেশন রাজিয়া সুলতানা সুমি,(২৪)ছাগলনাইয়া ইয়ুথ সোসাইটি-নির্বাহী পরিচালক-এম.এন.কে রুবেল মজুমদার,(২৫)মোঃ শহীদুল ইসলাম
নির্বাহী পরিচালক প্রতিভা যুব সংস্থা, প্রশিক্ষন শেষে ইয়ুথ ফোরামের প্রতিনিধি নির্বাচন হয়। নির্বাচনে উপস্থিত সকলের সর্ব সম্মতি ক্রমে সভাপতি নির্বাচিত করা হয় -লিয়াকত আলী আরমান -চেয়ারম্যান-আরবান ইয়ুথ সোসাইটি ফেনী। ৭ দিনের মধ্যে কমিটি করার জন্য নিদের্শনা প্রদান করে।
