ফেনী প্রতিনিধি-এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই।এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফেনীতে এক মাস ব্যাপি মৎস চাষ ও হস্তশিল্প প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন-সাইফুল ইসলাম,জেলা প্রশাসক ফেনী। প্রশিক্ষণে মৎস ৫০ জন ও হস্তশিল্প ২৫ জন যুব ও যুবনারী অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসমাইল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক।
বিশেষ অতিথি-সাইফুদ্দিন আহম্মদ,সহকারি পারিচালক,যুব উন্নয়ন ফেনী।এতে আরো উপস্থিত ছিলেন-লিয়াকত আলী আরমান-চেয়ারম্যান,আরবান ইয়ুথ সোসাইটি,মোহাম্মদ এমদাদ হোসেন-নিবার্হী পরিচালক,জি.ভা.সমাজ কল্যান ইয়ুথ ফাউন্ডেশন,মেজবা উদ্দিন নাইম-নিবার্হী পরিচালক,এডভান্স ইয়ুথ সোসাইটি,আলা উদ্দিন মজুমদার-চেয়ারম্যান,আলাউদ্দিন তাসলিমা ইয়ুথ ফাউন্ডেশন,স্বপন বাবু-কম্পিউটার প্রশিক্ষক,সিমা রানী সরকার-মৎস প্রশিক্ষক,হস্তশিল্প প্রশিক্ষক উপস্থিত ছিলেন।সভাপত্বিত করেন- জেলা যুব উন্নয়নের পারিচাক- সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী।সার্বিক সহযোগিতা করেন-আরবান ইয়ুথ সোসাইটি।