ফেনী প্রতিনিধি-যুব উন্নয়ন অধিদপ্তর থেকে-নিবন্ধন পেলেন-আলাউদ্দিন তাসলিমা ইয়ুথ ফাউন্ডেশন। নিবন্ধন প্রদান করেন-সাইফুল ইসলাম,জেলা প্রশাসক ফেনী। একটি স্বেচ্ছাসেবী যুব সমাজ কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন।মজুমদার ভবন ,মজুমদার বাড়ী,সিংহনগর,করৈয়াবাজার,ছাগলনাইয়া,ফেনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসমাইল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক।
বিশেষ অতিথি-সাইফুদ্দিন আহম্মদ,সহকারি পারিচালক,যুব উন্নয়ন ফেনী।এতে আরো উপস্থিত ছিলেন-লিয়াকত আলী আরমান-চেয়ারম্যান,আরবান ইয়ুথ সোসাইটি,মোহাম্মদ এমদাদ হোসেন-নিবার্হী পরিচালক,জি.ভা.সমাজ কল্যান ইয়ুথ ফাউন্ডেশন,মেজবা উদ্দিন নাইম-নিবার্হী পরিচালক,এডভান্স ইয়ুথ সোসাইটি,আলা উদ্দিন মজুমদার-চেয়ারম্যান,আলাউদ্দিন তাসলিমা ইয়ুথ ফাউন্ডেশন,স্বপন বাবু-কম্পিউটার প্রশিক্ষক,সিমা রানী সরকার-মৎস প্রশিক্ষক,হস্তশিল্প প্রশিক্ষক উপস্থিত ছিলেন।সভাপত্বিত করেন- জেলা যুব উন্নয়নের পারিচাক- সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী।
আলাউদ্দিন তাসলিমা ইয়ুথ ফাউন্ডেশন।
মজুমদার ভবন ,মজুমদার বাড়ী,সংহনগর,করৈয়াবাজার,ছাগলনাইয়া,ফেনী।
স্থাপিতঃ-০১/০১/২০২৩ খ্রি
(একটি স্বেচ্ছাসেবী যুব সমাজ কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন)
মোবাইল-০১৮১৯১৭২১৯০,০১৮১৯৯৫৭৩৩৬।
আলাউদ্দিন তাসলিমা ইয়ুথ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য ঃ
০১ । শিক্ষা বিষয়ক ঃ
সংশ্লিষ্ঠ কর্তপক্ষের অনুমোদনক্রমে শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করে প্রাক প্রাথমিক শিক্ষা, সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, ব্যবহারিক শিক্ষাসহ সার্বিক স্বাক্ষরতার উন্নয়ন করা ।
দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কৃতিদের সংবর্ধনা প্রদান ।
যুব ও নারী শিক্ষার উন্নয়নসহ দেশজ সংস্কৃতির উন্নয়ন ।
শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রকাশনা ।
০২ । ।দারিদ্র বিমোচনে প্রশিক্ষণ ঃ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দারিদ্র বিমোচন সম্পর্কিত কর্মসূচীর আওতায় দুঃস্থ, ভূমিহীন, বিত্তহীন, গৃহহীন এবং নিন্ম আয়ের জনগনের জন্য প্রশিক্ষনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ। শিক্ষিত বেকার অবহেলিত যুবক-যুব মহিলা, বিধবা মহিলাদের প্রয়োজনীয় প্রাতিষ্ট্রানিক ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মংস্থানের ব্যবস্থা গ্রহণ করা।
০৩। প্রতিবন্ধি ও দুঃস্থদের কল্যাল ও পুনর্বাসন ঃ
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রতিবন্ধী, এতিম, মহিলা ও শিশুদের পুনবাসনের পদক্ষেপ গ্রহণ করা এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও পরিবেশ গত মান উন্নয়ন করা। বৃদ্ধ, দৈাহিক অক্ষমও প্রতিবন্ধীদের বাসস্থান ও সুচিকিৎসার ব্যবস্থা করা। শারিরিক ও মানসিক অসমর্থ প্রতিবন্ধী মানষিকে পুনর্বাসন করা।
০৪। সামাজিক কার্যক্রম ঃ
জনগনের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অসামাজিক কার্যকালাপ,ধুমপানও অন্যান্ন মাদক দ্রব্য বর্জন করার জন্য জনগনকে উদ্ধুদ্ধ করা। বাল্য বিবাহ,বহু বিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনগনের সচেতনতা বৃদ্ধি করা, বিবাহ নিবন্ধন (কাবিন) কার্যক্রমে সচেতনতা বৃদ্ধিকরণ।বন্যা, ঝড়, মহামারী ইত্যাদির কারণে দূর্গত মানুষের সেবা ও পুনবাসন কর্মসূচী গ্রহণ। সমাজের অন্ধত্ব ও গোঁড়ামি, সমাজের কুসংস্কার, নির্যাতন ও অপরাধমূলক প্রবণতা রোধ করার জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদির পদক্ষেপ গ্রহণ করে জনসাধারণকে উদ্ধুদ্ধ ও সহয়তা করা। বেওয়ারিশ লাশ দাফন-কাফনের ব্যবস্থা করা।
০৫। নারী কল্যাণ ঃ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নারী সমাজকে নির্ভশীলতার অভিশাপ থেকে মুক্ত করে সমাজে মর্যদা বদ্ধি এবং অর্থনৈতিক ভূমিকা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা। নারী অধিকার ও কনফারেন্স আয়োজনসহ নির্যাতিত মহিলাদের আইনগত সহয়তা প্রদান করা। মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্ব-নির্ভর করার জন্য বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান , স্বাবলম্বী হওয়ার জন্য একালিন আর্থিক সহযোগিতা প্রদান করা। নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং পাচারকৃতদের আনা এবং পূনবাসনের সামগ্রিক কার্যক্রম গ্রহণ করা ও হিজরাদের প্রশিক্ষন, কল্যাণ এবং পূর্ণবাসন করা।
০৬। কৃষি, মৎস্য ও সম্পদ উন্নয়ন ঃ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পুষ্টির চাহিদা পূরণ ও জাতীয় আয় বৃুদ্ধকল্পে সবজি চাষ, মৎস্য চাষ, গবাদি পশু পালন,পোল্ট্রি, হ্যাচারী স্থাপন ইত্যাদি কর্মসূচী বাস্থবায়ন করা। কৃষি ক্ষেএে জনসাধারণকে উদ্ধুদ্ধ করণ, উৎসাহ প্রদান এবং এর মাধ্যমে উন্নত পদ্ধতিতে ফলন বৃদ্ধি করতে কৃষকদের শিক্ষার মাধ্যমে যুগোপযোগী কৃষক হিসাবে গড়ে তোলা। মাশরুম চাষ,মৌমাছি পালন, রেশম পোকা পালন ,হাঁস,মুরগী,মৎস্য, ছাগল ও গরুর খামার প্রতিষ্টা করা এবং এ সম্বন্ধে বেকার যুবক-যুব মহিলা ও সংুশ্লিষ্ট চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
০৭। স্বাস্থ্য বিষয়ক ঃ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোধনক্রমে বিনামূল্যে রোগ নির্ণয়,রোগ প্রতিরোধ, সুচিকিৎসাএবং ঔষদ সরবরাহ নিশ্চিত করা। মায়ের দুধের উপকারিতা সর্বোপরি সু-স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃুদ্ধিতে সহযোগিতা করা। মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা
০৮। আর্সেনিক প্রতিরোধ ও স্যানিটেশন কার্যক্রম ঃ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে আর্সেনিক ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মুক্ত বিশুদ্ধ পানি পানে উদ্ধুদ্ধকরণ ও এর প্রতিরোধ কর্মসূচী গ্রহণ করা। পানিতে মানবদেহের জন্য আর্সেনিকের ক্ষতিকর মাত্র নিরুপন করে সে সব এলাকায় আর্সেনিক মুক্ত নলকূপ চিহ্নিত করতে সহয়তা করা।
০৯। পরিবেশ সংরক্ষণ ঃ
সচেতনতা সৃষ্টি এবং শিক্ষা প্রসারের মাধ্যমে উন্নয়ন উপযোগী পরিবেশ সংরক্ষণ। এ লক্ষ্যে বৃক্ষরোপন, বনায়ন,নার্সারী প্রকল্প গ্রহণ ও পরিবেশ দুষণমুক্ত কর্মসূচী গ্রহণ করা (সংলিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে)।
১০। এইডস ও অন্যান্ন ব্যাধি প্রতিরোদ কার্যক্রম ঃ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ক্যান্সার , এইচ.আই.ভি. এইডস,হেপাটাইটিস-বি ভাইরাস, সার্স ইত্যাদি মারাতœক সংক্রামক ব্যাধি প্রতিরোধ পরিকল্পিত ও বাস্তপ পদক্ষেপ গ্রহণে জনগনকে উদ্ধুদ্ধ করা এবং এ সংক্রান্ত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা।
১১। ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পর্কিত কর্মসূচী ঃ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পর্কিত কর্মসূচীর আওতায় শিল্প স্থাপনের মাধ্যমে নতুন নতুন উদ্দ্যোক্তা সৃষ্টি, মহিলাদের দেশী বিদেশী রান্নার প্রশিক্ষণ প্রদান,নকশী কাঁথা বুনন, কাঁথা সেলাই, ব্লক-বাটিক ও বিভিন্ন ধরণের হাতের কাজের প্রশিক্ষণ প্রদান।
১২। মানব সম্পদ উন্নয়নে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনঃ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মানব সম্পদ উন্নয়নে সামগ্রীক কার্যক্রম গ্রহণ করে দেশে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানোর জন্য এবং শিক্ষিত বেকার যুবক-যুবমহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে কারিগরী প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।
১৩। পরিবার পরিকল্পনা ঃ
পরিবার পরিকল্পনা কর্মসূচীর আওতায় জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা (স্বাস্থ্য মন্ত্রণালয় / সংলিষ্ট বিভাগের অনুমোদনক্রমে)।
১৪। সমাজকল্যাণ মূলখ সংস্থার সাথে সৌহার্দমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ঃ
কার্যক্রমের সুবিধার্থে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা। সরকারী ও বেসরকারী সকল সংস্থার সাথে উন্নয়নমূলক কার্যক্রমে সম্পর্ক স্থাপন এবং জাতীয় ও আন্তর্জাতীক পর্যায়ে অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ স্থাপন। গবেষণা, সভা, প্রশিক্ষণ ও কর্মশালা, উন্নয়ন বিষয়ক সেমিনার ও সিম্পেজিয়াম অনুষ্ঠান (সংলিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে)।