টিএমএসএস নির্বাহী পরিচালক ফেনীর বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণ।

ফেনী প্রতিনিধি-বাংলাদেশের পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় মানুষ, গবাদিপশু, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোর ধ্বংসলীলা অবহিত হয়ে সমগ্র দেশের সহৃদয়বান ব্যক্তিবর্গ, টিএমএসএস এর বেতনভুক্ত জনবলগণের এক দিনের বেতন, উন্নয়ন সহযোগী ও সদস্যগণের অনুদান অর্থে দুর্গতদের মধ্যে গত ২৬/০৮/২০২৪ তারিখ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।


ফেনীর টিএমএসএস মহিপাল শাখায় ত্রাণ বিতরন অনুষ্ঠানে স্থানীয় সমাজ নেতা, আজীবন সদস্য, বিএনপি নেতা মোঃ মঈনুল ইসলাম শামীম, উপদেষ্টা বাদল খন্দকার, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ত্রাণ বিতরণ পূর্ব বক্তব্য রাখেন।অত্র অঞ্চলের টিএমএসএস ডোমেইন প্রধান মো: আব্দুর রাজ্জাক ও মোঃশহিদুল ইসলাম(জেডএম) সহ অত্র অঞ্চলীয় টিএমএসএস জনবলগণ উপস্থিত ছিলেন। বন্যা উপদ্রুত অঞ্চল পরিদর্শন করে চিকিৎসা ক্যাম্প এবং দুর্গতদের পুনর্বাসনের চাহিদা তীব্রভাবে অনুমিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*