যুবদলের নামে ফেইক কমিটি। ছবি : সংগৃহীত

যুবদলের নামে ‘ফেইক কমিটি’ ছড়িয়ে পড়েছে

জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি দেওয়ার একদিন পরেই সংশোধিত কমিটির নামে সংগঠনটির আরো একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি বলছে, এটা একটি ‘ফেইক কমিটি’। যুবদলের এই আসল ও ফেইক কমিটি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছেন অনেকে।

বুধবার (১০ জুলাই) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা দলের প্যাডে ৭ সদস্যবিশিষ্ট এই ‘ফেইক কমিটি’ বিজ্ঞপ্তি আকারে ছড়িয়ে দেওয়া হয়।

এই ফেইক কমিটিতে যুবদলের বিগত কমিটির (টুকু-মুন্না) সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে সভাপতি এবং অপর সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া এস এম জাহাঙ্গীরকে সিনিয়র সহ-সভাপতি, রেজাউল করিম পলকে ১ নম্বর সহ-সভাপতি, ইসহাক সরকারকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আকরামুল হাসান মিন্টুকে সাংগঠনিক সম্পাদক ও নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটা একটি ফেইক (ভুয়া) কমিটি। তার স্বাক্ষর স্ক্যান করে তার অজ্ঞাতসারে এটি করা হয়েছে, যা সঠিক নয়।

তিনি এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত ৯ জুলাই তার স্বাক্ষরে ছয় সদস্যের যে আংশিক কমিটি দেয়া হয়েছে সেটাই যুবদলের প্রকৃত কমিটি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিলুপ্তির ২৫ দিনের মাথায় জাতীয়তাবাদী যুবদলের ছয় সদস্যের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে বিএনপি। সেখানে সভাপতি হয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নুরুল ইসলাম নয়নকে।
মুন্না বিলুপ্ত কমিটির (টুকু-মুন্না) সাধারণ সম্পাদক এবং নয়ন সহসভাপতি ছিলেন। নতুন আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*