ফেনী প্রতিনিধি-২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় ০৭ (সাত) দিন মেয়াদী ক্যাটারিং (রান্না) বিষয়ক প্রশিক্ষন কোর্সের
উদ্বোধনী অনুষ্ঠান হয়।এতে প্রধান অতিথি:সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী।বিশেষ অতিথি:আহমেদ কবির মজুমদার সহকারী পরিচালক,সাইফ উদ্দিন আহমেদ সহকারি পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী।
সিদ্দিক আল মামুন সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, ফেনী।লিয়াকত আলী আরমান চেয়ারমান,আরবান ইমুখ সোসাইটি।মুহাইমিন তাজিম প্রধান সমন্বয়ক,ওমর ফারুক শুভ,ওমর ফারুক সমম্বয়ক, ফেনী।সভাপতিত্ব করেন শেখ মুহাম্মদ হিলালুদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ফেনী সদর, ফেনী।
সঞ্চালনা করেন-মোহাম্মদ ওমর ফারুক,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ফেনী সদর, ফেনী।
প্রশিক্ষনে সদর উপজেলার ৩০ জন যুব নারী অংগ্রহন করেন।সার্বিক সহযোগীতায়: আরবান ইয়ুথ সোসাইটি