শিরোনাম

কমপেক্ট ইনস্টিটিউটের ছাত্র/ছাত্রীর মাঝে কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান।

ফেনী প্রতিনিধি-কমপেক্ট ইনস্টিটিউটের ছাত্র/ছাত্রীর মাঝে কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান।কমপেক্ট ইনস্টিটিউট-(শিক্ষা কোড-৬৯০৩৫) কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান।কমপেক্ট ইনষ্টিটিউট ফেনী জেলাতে আইটি সেক্টরে অবদান রেখে চলেছে।৭/১০/২০২৪ইং সোমবার বিকেল ৩টায় সনদ পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


কারিগরি শিক্ষা বোর্ডের ৬-মাসের অফিস মেনেজমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন দুই ব্যাচের মোট-৭৬টা সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি-প্রকৌশলী কাজী মেজবাউল ইসলাম-অধ্যক্ষ,ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।বিশেষ অতিথি ছিলেন-সিরাজুল ইসলাম,প্রধান নির্বাহী-সিদ্দিক আল মামুন-নিবার্হী পরিচালক-দেলোঢার হোসেন বাহার-চেয়ারম্যান,মানব কল্যান সোসাইটি-তাজিম-প্রধান সমন্বায়ক-ফয়জুল্লাহ নোমানী-এনজিও সমন্বায়ক- জয়নাব বানু-সভানেত্রী,কর্মজীবি নারী উন্নয়ন সমবায় সমিতি-মেহেরাজ আরা ক্যামেলিয়া,সভানেত্রী-ক্যামেলিয়া জাগোনারী উন্নয়ন সংস্থা-শাহাদাৎ হোসেন লিটন,নিবার্হী পরিচালক-গ্রাম উন্নয়ন সংস্থা-লাকি আক্তার শোভা,সভানেত্রী-নারী স্বপ্নেগেরা ফাউন্ডেশ-মেহেরাব হোসেন মেহেদী-চেয়ারম্যান-জিএস ইয়ুথ ডেভলপেমেন্ট ফাউন্ডেশন-সালমান মুরাদ-নিবার্হী পরিচালক-নির্ভীক ইয়ুথ সোসাইট।অনুষ্ঠান পরিচালনা করেন-নাজমুল হক শামীম-সাধারন সম্পাদক-আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র।সভাপতিত্ব করেন-লিযাকত আলী আরমান-অধ্যক্ষ-কমপেক্ট ইনস্টিটিউট।আয়োজনে-কমপেক্ট ইনস্টিটিউট।সহযোগিতায়-আরবান ইয়ুখ সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*