শিরোনাম

যুব উন্নয়নের নিবন্ধন পেল পাচঁটি যুব সংগঠন।

ফেনী প্রতিনিধি-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী-কতৃর্ক ৫(পাচঁ)টি যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক-সাইফদ্দিন মোহাম্মদ হাসান আলী।যুব সংগঠনগুলো

(১) দেলোয়ারা মোমেন ইয়ুথ ফাউন্ডেশন।

(২) সেতারা হাসেম ইয়ুথ ফাউন্ডেশন।

(৩) আমরা করবো জয় ইয়ুথ সোসাইটি।

(৪) নারীর স্বপ্নে ঘেরা যুব উন্নয়ন সমিতি।

(৫) জোনাকি ইয়ুথ সোসাইটি।যুব সংগঠনগুলো সমাজে যুবকদেরকে নিয়ে বিভিন্ন কাজ করে খাকে।এতে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক-সাইফ উদ্দিন আহমেদ,শেখ মুহাম্মদ হিলালুদ্দিন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেনী সদর,-এস, এম সাইফুল ইসলাম-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাগলনাইয়া।যুব সংগঠনের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন-লিয়াকত আলী আরমান-চেয়ারম্যান-আরবান ইয়ুথ সোসাইটি,জয়নাল আবেদিন রাসেল-নিবার্হী সচিব-সবুজ বাংলা,মোহাম্মদ শাহাত হোসেন চৌধুরী লিটন-চেয়ারম্যান-গ্রাম উন্নয়ন ইয়ুথ সোসাইটি।উপপরিচালক মহোদয় বলেন-যুব সংগঠন পরিচালনা করতে যাবতীয় সহযোগিতা করবেন এনং সংগঠনের মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*