ফেনী প্রতিনিধি:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী কমপেক্ট ম্যাটস এন্ড মেডিকেল ইনস্টিটিউটের উদ্দোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালনা লিয়াকত আলী।এতে কমপেক্ট ম্যাটস এন্ড মেডিকেল ইনস্টিটিউটের ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।
ফ্রি-মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন-আকরামুজ্জান জুয়েল,শিক্ষক-মোঃ আবদুল হক,অফিস সহকারী-মোঃফারুক হোসেন। সময়-সকাল ১০ থেকে ১টা পযর্ন্ত ১৩৫ জনের ব্লাড গ্রুপিং,রক্তের গ্লোকোজ,রক্তচাপ পরিক্ষা করা হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মমন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত(৪ চার বৎসর মেয়াদী মেডিকেল এসিসট্যান্স কোর্স)।
ফেনীর একমাত্র ডিপ্লোমা ইন মেডিকেল ইনস্টিটিউট- “কমপেক্ট ম্যাটস এন্ড মেডিকেল ইনস্টিটিউট”
সর্ম্পকে- ৪বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স MATS ১২তম ব্যাচে নতুন ক্যাম্পাসে, নতুন আঙ্গীকে ২০২৪-২৫ সেশনে সীমিত সংখ্যক আসনে বিশেষ ছাড়ে ভর্তি চলছে.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (BM & DC) নিবন্ধিত।
ফেনীর প্রথম ও একমাত্র ম্যাটস ইনস্টিটিউট
“কম্পেক্ট ম্যাটস এন্ড মেডিকেল ইনস্টিটিউট” ম্যাটস কোড: ২-৪১৫.
ভর্তির যোগ্যতা:
এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ নুন্যতম GPA-2.50 প্রাপ্ত হতে হবে। (জীববিজ্ঞান সহ)
(এসএসসি ২০১৯ থেকে ২০২৩ ইং এর মধ্যে হতে হবে এবং সরকারি MATS/IHT ভর্তি পরীক্ষায় অবশ্যই উত্তির্ণ হতে হবে)
(৩বছর কলেজে+ ১বছর হাসপাতালে ইন্টার্ণশীপ, মোট ৪বছর লাগবে সার্টিফিকেট পেতে)
✅ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে- 01820008479.
আমাদের বৈশিষ্ট্য:
◾প্রতিষ্ঠানটি ফেনী শহরের প্রান কেন্দ্রে সদর হাসপাতাল সংলগ্ন অবস্থিত।
◾অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞ ডাক্তার দ্ধারা ক্লাস পরিচালনা।
◾আধুনিক লিপ্ট চালিত বিলাশ বহুল ক্যাম্পাস ও নিজস্ব অত্যাধুনিক সু-সজ্জিত প্র্যাক্টিক্যাল ল্যাব ক্লাস।
◾নিজস্ব অত্যাধুনিক ল্যাবে ১০০% প্র্যাক্টিক্যাল ক্লাস করার সুযোগ।
◾আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে কোর্স পরিচালনা।
◾২৫০শয্যা জেলা সদর হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজে ইন্টার্ণশীপ করার সুযোগ।
◾ছাত্র-ছাত্রীদের থাকা খাওয়ার সু-ব্যবস্থা সহ ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল ব্যবস্থা।
◾দূর্বল ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
সেন্ট্রাল প্লাজা, সদর হাসপাতাল মোড়, ফেনী।
✉️ ই-মেইল: compactmats@gmail.com
মোবাইল : 01820008479.01817711619.0183015882.
সেন্ট্রাল প্লাজা, সদর হাসপাতাল মোড়, ফেনী সদর, ফেনী।