ফেনী প্রতিনিধি:-২০২২-২০২৩ অর্থবছরের নির্বাচিত যুব সংগঠনের মাঝে যুবকল্যান তহবিল থেকে অনুদানের চেক বিতরন করেন জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান জেলাপ্রশাসক ফেনী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক-আহম্মদ কবির মজুমদার,সাইফুদ্দিন আহম্মদ-সহকারি পরিচালক,শেখ মোহাম্মদ হিলালুদ্দিন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেনী সদর,ফেনী,শহিদুর রহমান-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফুলগাজী,ফেনী।২০২২-২০২৩ অর্থবছরের নির্বাচিত যুব সংগঠনের যুবকল্যান তহবিল থেকে অনুদানপ্রাপ্ত ১১টি যুব সংগঠনের নামের তালিকা
(১)আরবান ইয়ুথ সোসাইটি,(২) মুন ইয়ুথ সোসাইটি, (৩) গ্লোবাল ইয়ুথ সোসাইটি,(৪) প্রগতি সমাজ কল্যাণ সোসাইটি,(৫) ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদ,(৬) ফ্রেন্ডস্ ইউনিটি ক্লাড ডোনার ক্লাব,(৭) ফ্যাসিলিটিস ফর এগ্রিকালচার রিহেডিলিটেশন এন্ড এনভায়রমেন্ট (ফেয়ার ),(৮) সূর্যের হাসি মহিলা উন্নয়ন সোসাইটি,(৯) কারু যুব মুহিলা সমাজ কল্যাণ সমিতি ,(১০) মহিলা অঙ্গন,(১১) ষড়ঋতু ফার্মার এন্ড ইয়ুথ ফাউন্ডেশন- ১১টি সংগঠনকে মোট-৪৫০,০০০/- টাকা চেক প্রদান করেন।