ফেনী প্রতিনিধি- ফেনী জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদ উল হাসান মহোদয়কে ফেনীর সংগঠন ও কর্মরত এনজিওদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে ফেনী জেলা সংগঠনের ও কর্মরত এনজিওদের প্রতিনিধি অংসগ্রহন করেন-আরবান ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান-লিয়াকত আলী আরমান ওপেকের নির্বাহী পরিচালক- আনোয়ারুল আজিজ, সবুজ বাংলার নির্বাহী পরিচালক-জয়নাল আবেদিন রাশেল,যুব অঙ্গনের নির্বাহী পরিচালক-জহিরুল ইসলাম জহির,সৃতি ফাউন্ডেশনের সভানেত্রী-মর্জিনা আক্তার, মিতালী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী- লুৎপুর নাহার , প্লাস এর নির্বাহী পরিচালক-জোহরা আক্তার রুমা, পেয়ারের চেয়ারম্যান- আবদুর রহিম,বসতির নির্বাহী পরিচালক-রফিকুল ইসলাম মাছুম, এসডিআর এর প্রতিনিধি-মো: কাউছার,রিক এর প্রতিনিধি,লেপ্রোসির প্রতিনিধি,দিশার প্রতিনিধি,আশার প্রতিনিধি,মুসলিমএ্যাড এর প্রতিনিধি, উদ্দিপনএর প্রতিনিধি,ঘাসফুলের প্রতিনিধি, সাজেদা পাউন্ডেশন,বাংলাদেশ অন্ধ কল্যান সমিতি, এসএসএস,মমতা, ব্রুরু বাংলাদেশ, জাগরনি চক্র,সূর্যের হাসি ক্লিনিক,গ্রামীণ প্রোগ্রেস,সাগরিকা,টি এম এস এস এর প্রতিনিধি-শহিদুল ইসলাম,এন আর ডি এস,আহসানিয়া মিশন,ইপসা, মানব কল্যান সোসাইটির চেয়ারম্যান-দেলোয়ার হোসেন বাহার,
ব্রীস এর প্রতিনিধি ,চারুকারুর সবানেত্রী -সামিমা আক্তার, রামপুর ইয়ুথ সোসাইটির সভাপতি-আবদল্লাহ আল মামুন, বাঘাইয়া গ্লোডেন ক্লাব এর সভাপতি-সাইফুল ইসলাম ,BDH2OS এর সভাপতি মো: ইনসাপ, সহসকল প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন । অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাক এর সমন্বয়কারী সমুন দা ও সার্বিক সহযোগিতা করেন জয়নাল আবেদিন রাশেল।এতে আর ও উপস্থিত ছিলেন এ ডি এম স্যার,এ ডি সি(আই সি টি),এন ডি সি।এতে ফেনী জেলাার ৭(সাত)টি সংগঠন ও ৩২ টি কর্মরত এনজিওর প্রতিনিধি অংশ গ্রহণ করেন।