সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা।প্রধান অতিথি- শুসেন চন্দ্র শীল-চেয়ারম্যান উপজেলা পরিষদ ফেনী সদর। বিশেষ অতিথি-আহম্মেদ কবির মজুমদার-উপ-পরিচালক যবু উন্নয়ন অধিদপ্তর ফেনী,বিশেষ অতিথি-এ.কে শহিদ উল্যাহ খোন্দকার-ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ফেনী সদর,জ্যোস্না আরা বেগম-মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ফেনী সদর,সাইফ উদ্দিন আহম্মেদ-সহকারি পরিচালক যবু উন্নয়ন অধিদপ্তর ফেনী, শেখ মুহাম্মদ হেলালুদ্দিন-ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার,প্রোগ্রাম পরিচালনা করেন-ওমর ফারুক,
সভাপতিত্ব করেন-আনোয়ার হোসেন পাটোয়ারী-নির্বাহী অফিসার ফেনী সদর ফেনী।এতে আরো অংশগ্রহস করেন-লিয়াকত আলী আরমান-চেয়ারম্যান-আরবান ইয়ুথ সোসাইটি,জয়নাল আবেদিন রাসেল-নির্বাহী পরিচালক -সবুজ বাংলা,জোহোরা আক্তার -নির্বাহী পরিচালক- প্লাস,এম শরীফ সংগঠক,সহযাত্রী ইয়ুথ সোসাইটির সদস্যগন। আয়োজনে: ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।এতে ৪০ জন যুব ও যুব মহিলা অংশ গ্রহন করেন।