আইপিএলে চেন্নাই-পাঞ্জাব মধ্যকার ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। জয়ের জন্য শেষ বলে পাঞ্জাবের দরকার ছিল ৩ রানের। মাথিশা পাথিরানার করা বলে দৌড়ে ৩ রানই নিয়েছে রাজা-শাহরুখ। তাতেই ৪ উইকেটের জয় পেল পাঞ্জাব কিংস। শুরুতে নেমে ২০ ওভারে ২০০ রান তুলে চেন্নাই। জবাবে নেমে শেষ বলে জিতল পাঞ্জাব।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের দলনেতা মাহেন্দ্রা সিং ধোনি। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের কল্যাণে দারুণ সূচনা পায় চেন্নাই। ওপেনিং জুটিতেই আসে ৮৬ রান। ৩১ বলে ৩৭ রান করেন আউট হন ঋতুরাজ গায়কোয়াড। পরের উইকেটে নেমে ১৭ বলে ২৮ রান করেন শিবাম ডুবে।
এছাড়া মঈন আলি ১০ ও রবিন্দ্রো জাদেজা করেন ১২ রান। এদিকে আপনতালেই খেলে যান ওপেনার ডেভন কনওয়ে। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর অপরাজিত থাকেন ৯২ রানে। ৫২ বলে খেলা তার এই ইনিংসটি ১৬টি চার ও একটি ছয়ে সাজানো। আর ধোনি অপরাজিত থাকেন৪ বলে ১৩ রানে।
রান তাড়া করতে নেমে ভালো সূচনা পায় পাঞ্জাবও। দুই ওপেনার মিলে তুলেন ৫০ রান। ১৫ বলে ২৮ রান করে আউট হন শিখর ধাওয়ান। ২৪ বলে ৪২ রানে থামেন আরেক ওপেনার প্রভশিমরান সিং। আর অথর্ব তাইডের ব্যাট থেকে এসেছে ১৭ বলে মাত্র ১৩ রান।
এদিকে স্যাম কুরানকে নিয়ে দলকে জয়ের দিকে নিতে থাকেন লিয়াম লিভিংস্টোন। ইনিংসের ১৬তম ওভারে তিনটি ছয় ও একটি চার হাঁকিয়ে জয়টা হাতের মুঠোয় এনে দেন লিভিংস্টোন। একই ওভারের পঞ্চম বলে ফেরেন তিনি। ২৪ বলে করেন ৪০ রান। কুরান ২০ বলে ২৯ ও জিতেশ ১০ বলে ২১ রান করেন। পরে শাহরুখকে নিয়ে জয় নিশ্চিত করেন সিকান্দার রাজা। ১৩ রানে রাজা ও ২ রানে শাহরুখ অপরাজিত থাকেন।
সূত্র- (ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমএম)