রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে ড্যারেল মিচেলের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান তুললো নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ২৮৯ রান।
ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের দলনেতা বাবর আজম। ব্যাট করতে নেমে ২৬ বলে ১৮ রান করে আউট হন চাদ বোয়েস।
দ্বিতীয় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ওপেনার উইল ইয়াং ও ড্যারিল মিচেল। এ সময় দুজন মিলে গড়েন ১০২ রানের জুটি। তাতেই বঈ সংগ্রহের ভিত পায় সফরকারীরা। ফিফটি পূরণের পর ৮৬ রানে ফেরেন ইয়াং। মাত্র ৭৮ বলে খেলা তার এই ইনিংসটি ৮টি চার ও দুটি ছয়ে সাজানো।
ইয়াং না পারলেও মিচেল ঠিকই সেঞ্চুরি তুলে নেন মিচেল। তার ইনিংস থামে ১১৩ রানে। ১১৫ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো। এছাড়া লাথাম ২০, চ্যাপম্যান ১৫, রাচিন ৯ রান করেন। আর ২০ রানে অপরাজিত থাকেন হেনরি নিকোলস।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তিনজন বোলার।
সূত্র- (ঢাকাটাইমস /২৭এপ্রিল/এমএম)