সুর্য্যমুখী চাষে দারুন সফলতা লাভ করেছেন দাগনভুঞা উপজেলার সিন্দুরপুরের কৌশল্লা গ্রামের জাকের হোসেন। তিনি জানান তার এ সাফল্যের পেছনে রয়েছে দাগনভুঞা উপজেলা কৃষি বিভাগ। ছত্রিশ শতক জায়গায় তিনি এ মৌসুমে সূর্য্যমুখী চাষ করেছেন। সরকারী ভাবে বীজ, সারসহ অন্যান্য কৃষি পরামর্শ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সিন্দুরপুর ইউনিয়ন কৃষি কর্মকর্তা এমদাদুল হকের প্রতি। বীজ লাগানো থেকে পরিনত ফুল হয়ে এটি সংগ্রহ করা পর্যন্ত সময় লাগবে তিন মাস দশদিন। এ ক্ষেত থেকে প্রায় পাঁচশত কেজি ফলন পাবেন এমনটাই তিনি আশা করছেন। সরেজমিন জাকের হোসেনের সূর্যমুখী প্রকল্প পরিদর্শনে গিয়ে দেখা গেছে ফুলে ফুলে হাসছে যেনো পুরো এলাকা। সেরকম সাফল্যের হাসিই লেগে আছে সূর্য্যমুখী চাষী জাকের হোসেনের চোখে মুখে। কৌশল্লা চৌধুরী বাড়ীর ইফতেখার শিশির চৌধুরী জানান জাকের হোসেনের সুর্য্যমুখীর হলুদাভ হাসির খবর ছড়িয়ে পড়েছে পুরো দাগনভুঞা উপজেলায়। যার কারণে প্রতিদিন বিকেলে দুরদুরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে আসেন। কেউ কেউ পরিবার নিয়েও আসছেন একটু ফুলেল স্পর্শ পেতে। এমনকি দর্শনার্থীদের মাঝে সেলফি ও গ্রুপ ছবি তোলার হিড়িকও চোখে পড়ার মতো। এসব দেখে খুব ভালো লাগছে এলাকাবাসীরও।
