ফেনীর ইন্জিনিয়ার এনায়েত ও লিয়াকত আরমানের জাতীয় পার্টিতে যোগদান।

 ঢাকা ব্যুরো অফিস: ফেনীর দুজন বিশিষ্ট ব্যাক্তি শতাধিক নেতা-কর্মীসহ জাতীয় পার্টিতে যোগদান করেছেন। বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জনাকীর্ণ এক অনুষ্ঠানে তাঁরা যোগদান করেছেন। পার্টি চেয়ারম্যান জিএম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’জনকে ফুল দিয়ে পার্টিতে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব জিয়া উদ্দীন বাবলু, প্রেসিডিয়াম মেম্বার, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, প্রেসিডিয়াম মেম্বার ও সংরক্ষিত সংসদ সদস্য নাজমা আকতার, উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন ও চেয়ারম্যানের বিশেষ সহকারী আবদুস সবুর আসুূদ প্রমুখ। ফেনী জেলা জাতীয় পার্টির প্রথম যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিব (চলতি দায়িত্ব) এম এম ইকবাল আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম ভিপি জহির, জেলা জাতীয় পার্টির সদস্য ও দাগনভুঞা উপজেলা যুগ্ম-আহবায়ক ফারহানা আইরিন, ফেনী সদর উপজেলা আহবায়ক আজিজুর রসুল মিলন ও দাগনভুঞা উপজেলা যুগ্ম-আহবায়ক মাওলানা আবদুর রহিম প্রমুখ। জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শে অনুপ্রাণীত হয়ে তাঁরা যোগদান করেছেন বলে জানিয়েছেন।
 ইন্জিনিয়ার এনায়েতুর রহমান সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও নজরুল ইসলাম হলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ।জীবন সদস্য ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) ও ফেনী সমিতি-ঢাকা। প্রকৌশলী এনায়েতুর রহমান ম্যাক্স গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার পদে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ী দাগনভুঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দরপুরে। লিয়াকত আলী আরমান এনজিও আরবান ইয়ুথ সোসাইটি ও ফেনী জেলা ফ্রিল্যান্সার এসোসিয়েশনের চেয়ারম্যান, ফেনী জেলা এনজিও ফেডারেশনের ও খাদ্য অধিকার ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক, নিরাপদ সড়ক চাই-ফেনী জেলা ও কাস্টমার রাইটস এক্ট-ফেনীর নেতৃত্বেও রয়েছেন। ।তিনি চট্টগ্রামের এমইএইচ কলেজের সাবেক ছাত্রনেতা। আরমান ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের অধিবাসী।
Aa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*