শিরোনাম

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফেনীতে যুবসংহতির নানা কর্মসুচি পালন

সদর প্রতিনিধি:
১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১৪ জুলাই বৃক্ষ রোপন, মাস্ক বিতরণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসুচি পালন করা হয়।
জেলা যুবসংহতির সভাপতি রেজাউল গনি পলাশ এর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেনী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী। জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়ন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য শহীদুল ইসলাম, জেলা যুবসংহতি সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সদর উপজেলা আহবায়ক ওমর ফারুকুল ইসলাম খোকন, সদস্য সচিব আফতাব উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মোক্তার হোসেন মজুমাদার, দাগনভূঞা উপজেলা কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সুমন, ফেনী পৌর কমিটির আহবায়ক ইকবাল হোসেন, জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ, সদস্য ইসমাঈল হোসেন অপু,বাদল, সাইফুল, মাছুম, ফরহাদ, মনির, ফারুক প্রমুখ।
আলোচনা সভা শেষে এরশাদের বিদেহী আত্ম মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন সিভিল সার্জন জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আলিম।
এর আগে ফেনী মডেল থানার সামনে বিভিন্ন ফলজ, বনজ ঔষধি বৃক্ষ চারা রোপন ও বিতরণ এবং পথচারী-রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ ও যুবসংহতির নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*