কেবল অনলাইনে জুম বৈঠকে নয়, এবার করোনা ভাইরাস সংক্রমণরোধে নিজ নির্বাচনী এলাকায় গেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (০৩ এপ্রিল) সকালে ঢাকা থেকে রাওনা দেন তিনি।
দুপুরে নাটোর সার্কিট হাউসে তিনি নিজ উদ্যোগে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের কাছে স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করেন। স্বাস্থ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৮ হাজার মাস্ক, ৮ হাজার গ্লোভস্ (৪ হাজার জোড়া) ও ৫শ পিপিই।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে সিংড়া কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। স্থানীয় ছিন্নমূল ও অসহায়দের মাঝে চাল, সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করেন।
এসময় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসেন উপস্থিতেত উপজেলার কর্মহীন হয়ে পড়া ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেয়ার ঘোষণা দেন পলক।
পরে উপজেলার দমদমা এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে দেড় শতাধিক রিকশাচালকদের মাঝে চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী।
S- Digital Bangla