শিরোনাম

আলোচনার মাধ্যমে ডিজিটাল আইন নিয়ে আপত্তি দূর করা হবে’

ডিজিটাল নিরাপত্তা আইনের আপত্তিকর ধারাসমূহ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে, আইনটি সংসদে পাস হলেও আপত্তিকর বিভিন্ন ধারা সংশোধনে সরকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন, সম্পাদক পরিষদের নেতারা।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বৈঠক শেষে তারা এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর থেকে সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও নানা মহলের আপত্তি সত্ত্বেও গত ১৯ তারিখে জাতীয় সংসদে পাস হয়। এরপর থেকেই আবারও সমালোচনা শুরু হয়। আইনটির আপত্তির বিভিন্ন ধারা সংশোধনের লক্ষে দুপুরে সচিবালয়ে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট তিন মন্ত্রী।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের নেতৃত্বে বৈঠকে অংশ নেন সম্পাদক পরিষদের একটি প্রতিনিধি দল। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা নিয়ে আপত্তি তোলে সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের আদর্শের পরিপন্থি এটি। আমরা মনে করি এটি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি। আমরা মনে করি, এটি এথিকস অব জার্নালিজমেরও পরিপন্থি। আমরা আইনটাকে বাতিল করতে বলছি না। আমরা আইনটাকে সংশোধন করতে বলছি।’

আলোচনার মাধ্যমেই আইনটির আপত্তি দূর করার কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘কোন কোন জায়গায় গণমাধ্যমকর্মীদের উদ্বেগ রয়েছে, সেগুলো লিপিবদ্ধ করেছি। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা মনে করি, এটি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।’

সভায় আইনমন্ত্রী বলেন, ‘আপত্তিকর ধারাগুলো মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘যেহেতু পার্লামেন্টে আইনটি পাস হয়ে গেছে, সেহেতু ক্যাবিনেট মিটিং হবে। সেখানে এটাকে আমি উপস্থাপন করবো। এবং এডিটরস কাউন্সিলের যে আপত্তিগুলো, সেগুলো তুলে ধরবো। মন্ত্রিপরিষদে আলোচনা হওয়ার পর আমরা আবার আলোচনায় বসার জন্য সম্মত হয়েছি।’

যুগের প্রয়োজনে একটি ডিজিটাল আইনের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*