শিরোনাম

নজির এলপি গ্যাস প্লান্টের বণার্ঢ্য উদ্বোধন

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে বেসরকারী উদ্যোগে বোতলজাতকৃত একমাত্র এলপি গ্যাস প্লান্ট নজির এলপি গ্যাস ১৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন,প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুর আজম। হাজী নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিনের সভাপতিত্বে ও মাস্টার ফরিদ আহাম্মদ, তাহমিনা তোফা সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি রহিম উল্যাহ।

এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, পাঠান নগর ইউনিয়ন চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন মজুমদার, মহামায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সাইফুর রহমান সাইফু, জেলা পরিষদ সদস্য নুরুল আফসার আপন, কাজী ওমর ফারুক, আক্তার হোসেন স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন। শুরুতে ফলক উম্মোচন ও বেলুন উড়িয়ে নজির এলপি গ্যাস প্লান্ট’র উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান ফেনী হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে ফেনীতে গড়ে উঠছে বড় বড় শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। বৃহত্তর নোয়াখালীতে স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা হাজী নজির আহমদ গ্রুপের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে প্রায় ৫ একর জায়গার উপর গড়ে উঠছে হাজী নজির আহমদ এলপি গ্যাস প্লান্ট।

একই ভাবে বিদেশ থেকে আমদানীকৃত ৫ হাজার টন গ্যাস স্টোরেজ রিজার্ভার চট্টগ্রামের সীতাকুন্ডে ১০ একর জায়গায় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন। এখানে সঠিক মানের ১২.০০ কেজি, ৩৫.০০ কেজি ও ৪৫.০০ কেজি গ্যাস বোতলজাত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*