শিরোনাম

‘১৫ শতাংশ ভ্যাটে কমবে তামাক পণ্যের সহজ লভ্যতা’

চট্টগ্রাম প্রতিনিধিঃ ১৪ মে, ২০১৮ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইপসা’র আয়োজনে এবং ক্যাম্পেইন ফর ট্যোবাকো ফ্রি কিডস্্ এর সহায়তায় এক মানববন্ধনে বক্তারা উপরোক্ত দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আরো বলেন- তামাক জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য মারাত্মক একটি ক্ষতিকর পণ্য। সকারের সপ্তম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা ও এসডিজি’র স্বাস্থ্য সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি ‘এফসিটিসি’ বাস্তবায়নকে অন্যতম কৌশল হিসাবে নির্ধারণ করা হয়েছে। আগামী ২০৪০ সালের আগে বাংলাদেশ থেকে তামাকে ব্যবহার সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তবে সস্তা তামাক পণ্য তরুণ ও স্বল্প আয়ের মানুষকে ক্রমশ তামাক ব্যবহারে বিশেষভাবে আকৃষ্ট করছে। কার্যকর তামাক কর তামাক পণ্যের সহজ লভ্যতা কমায়। যা সরকার ও জনগণ উভয়ের জন্য লাভজনক।

মানববন্ধন কর্মসূচি থেকে আসন্ন ২০১৮-১৯ বাজেটে সকল তামাক পণ্যের কার্যকর কর আরোপের দাবী জানানো হয়। উক্ত মানববন্ধন কর্মসূচি শেষে মাননীয় অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন- দীপ্ত টিভির সিনিয়র সাংবাদিক লতিফা আনসারী লুনা, ইপসা’র স্মোক ফ্রি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মোঃ ওমর শাহেদ হিরো, ইপসা’র প্রোগ্রাম অফিসার- শ্যামশ্রী দাশ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ শওকত আরাফাত, চট্টগ্রামে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক প্রতিনিধিবৃন্দ ও ইপসা’র ভলান্টিয়ার সংগঠন ধুমপানমুক্ত প্রজন্ম এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*