শিরোনাম

১৮ বছরে ২৮টি আন্তর্জাতিক পদক পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |

নিউজ ডেস্ক: শান্তি, শিক্ষা, সম্প্রীতিসহ প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কারণে। ১৯৯৭ সাল থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত মোট ১৮ বছরে প্রধানমন্ত্রী মোট ২৮টি আন্তর্জাতিক পদককে ভূষিত হয়েছেন।

বিগত ১৮ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক পেয়েছেন সেগুলো হলো:

(১) চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ, ২৭ সেপ্টম্বর ২০১৫

(২) আইসিটি টেকসই উন্নয়ন, ২৯ সেপ্টম্বর ২০১৫

(৩) কালচারাল ডাইভারসিটি, ২০১২

(৪) ডক্টর অব লিটারেচার, জানুয়ারি, ২০১২

(৫) ফেলোশিপ, ২০১১

(৬) সাউথ সাউথ, ২০১১

(৭) ইকনোমিক কমিশন ফর আফ্রিকা, ২০১১

(৮) এমডিজি পদক, ২০১১

(৯) ইন্দিরা গান্ধী, ২০০৯

(১০) মেটাল অব মেরিট, ২০০৫

(১১) পার্ল এস বাক, ৯ এপ্রিল ২০০০

(১২) অনারারি ডক্টর অব হিউম্যান লেটাস, ৫ সেপ্টম্বর ২০০০

(১৩) পার্সন অব দ্যা ইয়ার, ২০০০

(১৪) অনারারি ডক্টর অব ল, ১৮ ডিসেম্বর ১৯৯৯

(১৫) ডক্টর অব ল, ২০ অক্টোবর ১৯৯৯

(১৬) সেরেস মডেল, ১৯৯৯

(১৭) দেশিকোত্তম, ২৮ জানুয়ারি ১৯৯৯

(১৮) মেডেল অফ ডিস্টিংশন ১৯৯৬-৯৭ এবং ১৯৯৮-৯৯, হেড অব স্টেট

মেডেল ১৯৯৬-৯৭

(১৯) এম কে গান্ধী, ১৯৯৮

(২০) মাদার তেরেসা, ১৯৯৮

(২১) ফেলিক্স হোফে-বইনি শান্তি, ১৯৯৮

(২২) পল হ্যারিস ফেলো, ১৯৯৭

(২৩) নেতাজি সুভাষ চন্দ্র, ১৯৯৭

(২৪) লিবারেল আর্টসে অনারারি পিএইচডি, ২৫ অক্টোবর ১৯৯৭

(২৫) ডক্টর অব ল, ৪ জুলাই ১৯৯৭

(২৬) ডক্টর অব ল, ৬ ফেব্রুয়ারি ১৯৯৭

(২৭) দোফি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক, ২০১১

(২৮) পিস ট্রি, ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অর্জন পুরো বাঙালি জাতির অর্জন। সফলতার চূড়ায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারের পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর যাবতীয় অর্জন সত্যিই দেশের মানুষের জন্য গর্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*