শিরোনাম

জাতীয় আইন সহায়তা দিবস – ২০১৮

ফেনী প্রতিনিদি: শনিবার জাতীয় আইন সহায়তা দিবস – ২০১৮ ফেনী জেলায় অনাড়ম্বর ভাবে পালিত হয়েছে জজ কোট ভবন থেকে ট্রাংক রোডের ট্রাফিক মোড় পর্যন্ত র‍্যালীর নেতৃত্ব দেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: আমিনুল হক পাশে ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, বিজ্ঞ জজ গন, জিপি এড প্রিয় রঞ্জন দত্ত, পিপি এড, হাফেজ আহম্মেদ, আইনজীবি সমিতির সভাপতি ও সাধারন সম্পদক সহ ফেনী ও সোনাগাজীর পৌর মেয়র হাজী আলা উদ্দিন ও রফিকুল ইসলাম খোকন।
র‍্যালী পরবর্তী জজ কোট ভবনে আলোচনা সভা অনুষ্টিত হয় আলোচনা সভার আলোচক বৃন্দ এনজিও সেক্টরের স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।
ফেনী জেলা এনজিও ফেডারেশনের চেয়ারম্যান এড, জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে জাতীয় ও স্থানীয় এনজিও কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
র‍্যালী এবং আলোচনা সভায় আইনজীবি সমিতির সদস্যগনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায় বিশেষ করে র‍্যালিতে জেলা তথ্য অফিসের প্রচারনার গাড়ীতে ব্যাপক ভূমিকা রাখতে দেখা যায় বিশিষ্ট আইনজীবি এড, শাহজাহান সাজুকে।
এনজিও সেক্টর থেকে যে সকল কর্মকর্তাকে সাংবাদিকরা উপস্থিত থাকতে দেখেছেন – এফএনবি ফেনী জেলা শাখার সভাপতি ও ব্রাকের জেলা সমন্বয়কারী অরুন কুমার দাস, ফেনী জেলা এনজিও ফেডারেশনের প্রতিষ্টাতা ও সাবেক সচিব কাজী সালাহ উদ্দিন(নোমান)
বর্তমান নির্বাহী সচিব লিয়াকত আলী আরমান, সহ: নির্বাহী সচিব সিদ্দিক আল মামুন ফেডারেশনের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ফেডারেশনের মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াছমিন ও ফেডারেশনের নির্বাহী সদস্য এড, নাসির।
অনুষ্টানে ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রদেরকে সক্রীয় ও আনন্দ উৎসব মূখর পরিবেশে অংশ গ্রহন করতে দেখা যায়। ইহা ছাড়াও অনেক বিজ্ঞ আইনজীবি সহ জর্জ কোটের সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তা কর্মচারীকে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*