শিরোনাম

এনজিও সেক্টরে অবদানে একুশে সম্মাননা পেলেন লিয়াকত আলী আরমান

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশে মাতৃভাষা সম্মাননা-২০২১’ পেয়েছে আববান ইয়ুথ সোসাইটি’র চেয়ারম্যান লিয়াকত আলী আরমান। বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) সেক্টরে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন এ সম্মাননা প্রদান করেন। রোববার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য  গুনিজনদের সম্মননা দেওয়া হয়।

আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। বাংলাদেশ স্বাপ্নকুড়ি ফাউন্ডেশনের উপদেষ্টা  এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে সভায়  বিশেষ অতিথি ছিলেন  ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা মঞ্জু রুল হক শিকদার, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন,  চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি আলহাজ্ব এড ইব্রাহিম খলিল,  সুপ্রিম কোর্ট এর আইনজীবী সিদ্দিকুর রহমান,  বাংলাদেশ স্বাধীনতার পরিষদের সভাপতি জিন্নত আলী খান জিন্নাহ।

আলোচনা সভা শেষে সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। সভায় সুধিজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*